বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের বরইতলী এয়াকুল্যারও নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বরইতলী এলাকার এয়াকুল্যারও নতুন বাড়িতে সাহেব মিয়ার পুত্র খায়রা আহমেদের বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। খায়রা আহমেদ বাড়ির পাশে একমাত্র মেয়ে রিমার বাড়িতে বেড়াতে গেছিল।
উনার স্ত্রী বাড়িতে একা একা কুরআন তেলাওয়াত করছিল। হঠাৎ দেখে আগুন! বের হয়ে চিৎকার দেয় সে। চিৎকার শুনে আশেপাশের স্থানীয়রা ছুটে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণ আনলেও বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে খায়রা আহমেদ এর ভাস্যমতে প্রায় ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।