বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ১১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২০ লক্ষাধিক বলে জানান ভুক্তভোগী পরিবারের লোকজন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ড সংঘটিত বাড়ির সাথে লাগোয়া বিদ্যুতের খুঁটি থাকায় আগুনের ব্যাপকতা দ্রুত ছড়িয়ে পরে। পরে সরকারি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ২টার সময় উপজেলার কাথরিয়া ইউনিয়নের পূর্ব কাথরিয়া ৬ নম্বর ওয়ার্ডের ডিগ্রি পাড়া অছির বাপের বাড়িতে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। লোকমানের বসতঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মোঃ দিলাল, লোকমান, দেলোয়ার, কাসেম, মামুন, আকবর, জব্বার, শেয়ার আলী, মোঃ মিয়া, রিদুয়ান ও ইসমাইল।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিযানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। তার আগেই সর্বস্ব পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।