বাঁশখালীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

আজাদী অনলাইন | রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বসতঘর পুড়ে ছাই হয়ে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।

১৮ ফেব্রুয়ারী (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার খানখানাবাদ ইউপির ৪ নং ওয়ার্ডের ডোংরা গ্রামের দীঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার সিদ্দিক আহমেদের পুত্র মোঃ আমিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা মুহূর্তে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়, আগুন মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ায় ততক্ষণাৎ বসতঘরটির আসবাবপত্র ও মামলাসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।

এ বিষয়ে খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম হায়দারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে আমি এখনো পর্যন্ত কোন খবর পাইনি, আমি খবর নিয়ে দেখতেছি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে সাংবাদিক ইলিয়াস গ্রেপ্তার