অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ চট্টগ্রামের সর্বশেষ উপজেলা বাঁশখালী। একপাশে পাহাড় ও অন্যপাশে সমুদ্রবেষ্টিত এই এলাকার সৌন্দর্য ভ্রমণপ্রেমীদের মুগ্ধ করবেই। চাঁনপুর বৈলগাঁও চা বাগান, বাঁশখালী বাহারছড়া সমুদ্র সৈকত, বাঁশখালী ইকোপার্ক সহ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকা। দেশের দীর্ঘতম ঝুলন্ত ব্রিজ ও বাঁশখালী ইকোপার্কে রয়েছে এখানে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া চাম্বলের সেই মিনি কাশ্মীরই বাঁশখালীর একটি অংশ। যেখানে প্রতিদিন পাশ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে আসা পর্যটকদের ভিড় লেগেই থাকে। সরকারের পর্যটন মন্ত্রণালয় ও উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ, বাঁশখালীকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হোক। তাতে যেমনি সরকারের রাজস্ব বাড়বে তেমনি দক্ষিণ চট্টগ্রামের মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন হবে।
চন্দন দেব নাথ
শিক্ষার্থী
ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং