বাঁচলেন না গৃহবধূ জোসনা

গৃহপালিত পশুকে রক্ষা করতে গিয়ে দগ্ধ

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:২৯ পূর্বাহ্ণ

নিজের গৃহপালিত পশুকে আগুন থেকে রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়েছিলেন জোসনা আরা বেগম তোতা (৫৫)। আহত অবস্থায় ১০ দিন হাসপাতালে থাকার পর গতকাল শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
সংশ্লিষ্টরা জানান, বিকেল পাঁচটায় ঢাকা বার্ন হাসপাতালে মারা যান জোসনা আরা বেগম। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি তার গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় তিনি মা বাছুরসহ গৃহপালিত তিনটি ছাগলকে রক্ষা করতে যান। একপর্যায়ে তার শাড়িতে আগুন ধরে গেলে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, জোছনা আরা বেগম রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ফজল কাদেরের স্ত্রী ও ইদ্রিস মিয়ার কন্যা।

পূর্ববর্তী নিবন্ধশামীমা যুক্তরাজ্যে ফিরতে পারবেন না : সুপ্রিম কোর্ট
পরবর্তী নিবন্ধমুশতাকের মৃত্যৃর বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির