বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশে প্রতিবছর ১০ হাজার ১৬৭ জন আত্মহত্যার পথ বেছে নেয়। ২০১২ সালের হিসাব বলছে, বাংলাদেশে এক লাখ মানুষের মধ্যে ৭ দশমিক ৮ জন আত্মহত্যা করে। এটি খুব উদ্বেগজনক চিত্র বটে। সারা দুনিয়ায় বছরে আট লাখ মানুষ আত্মহত্যা করে। আর আত্মহত্যার চিন্তায় মনোরোগে ভোগে ১০ কোটি মানুষ। বিষয়টি হেলাফেলার নয়! আত্মহত্যা চিন্তার বেঘোরে থাকা মানুষদের মধ্য থেকেই অনেকে সচেতনতার অভাব; পরিবারের অবহেলার জন্য এই পথ বেছে নেয়, সচেতনতাই হলো এই মনোব্যাধির প্রধান ওষুধ। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়! জীবনে চলতে হবে সাহসিকতার সঙ্গে, নির্ভয়ে, নির্ভারে। ছোট এই জীবনটাকে নিজ হাতে আরও ছোট করা কেন; কষ্টকর করা কেন? সমাজে সমস্যা থাকবেই, তাই বলে কী জীবনের মায়া ছেড়ে আত্মহত্যার পথ বেছে নিতে হবে; এটা কখনোই কাম্য নয়। মনের আকাশে যদি কালো মেঘ উঁকি দেয়; তখন আত্মবিশ্বাস জাগিয়ে তোলা জরুরি! চারপাশের সমস্যাগুলোকে ছোট মনে করে নিজের জন্য বাঁচতে হবে, তাই আসুন, পরিবারের কথা ভেবে আত্মহত্যার মতো একটা খারাপ কাজকে না বলি। নিজে খুশি থাকি, পরিবার, দেশ ও জাতিকে খুশি রাখি!
আল-আমিন আহমেদ
শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ।