বাঁকখালীতে ভাসল কল্প জাহাজ

রামু প্রতিনিধি | শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৫:২৫ পূর্বাহ্ণ

বৌদ্ধদের ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী কল্প জাহাজ ভাসানো উৎসব। রামুর বাঁকখালী নদীর চেরাংঘাটা পয়েন্টে বাঁশ, কাঠ, বেত এবং রঙিন কাগজের উপর অপূর্ব কারুকাজে তৈরি পাঁচটি জাহাজ ভাসানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া এ উৎসব চলে সন্ধ্যা পর্যন্ত। রঙ-বেরঙয়ের কাগজ আর বাঁশ-কাঠের অর্পূব কারুকাজে তৈরী প্রতিটি কল্প জাহাজই নজর কাড়া। আকর্ষণীয় নির্মাণ শৈলী আর বৈচিত্রে ভরা প্রতিটি জাহাজ।
এড. আশীষ বড়ুয়া। চট্টগ্রাম থেকে উৎসবে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুবীর মহাজন। তিনি বলেন, শুধুমাত্র এ উৎসব দেখার জন্য এখানে আসা। চমৎকার একটি আয়োজন। সত্যিই দেখতে অসাধারণ প্রাণবন্ত এক উৎসব। এখানে না এলে বুঝতে পারতাম না, কল্প জাহাজগুলো কতটা দৃষ্টিনন্দন হয়। এ উৎসব ঘিরে কতটা আনন্দ উচ্ছাস চলে! আমাদের শেকড়ের সংস্কৃতি বা লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এ ধরনের উৎসবকে বাঁচিয়ে রাখতে হবে। কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ও রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, আজ হতে দুইশ বছর আগে থেকে এ জাহাজভাসা উৎসবের প্রচলন হয় পাশ্ববর্তী দেশ মিয়ানমারে। সেদেশের মুরহন ঘা নামক স্থানে একটি নদীতে মংরাজ ম্রাজংব্রান প্রথম এ উৎসবের আয়োজন করেন। প্রবারণা পূর্ণিমায় একসাথে মিলিত হবার জন্য এ আয়োজন চলতো। সেখান থেকে বাংলাদেশের রামুতে এ উৎসবের প্রচলন। প্রায় শতবছর ধরে, রামুতে মহাসমারোহে এ উৎসব হয়ে আসছে।

পূর্ববর্তী নিবন্ধজশনে জুলুসে লাখো মানুষের ঢল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে তিন ইউনিয়নে আ. লীগের ৪ বিদ্রোহী