বাঁকখালীতে ভাসমান অবস্থায় রোহিঙ্গা কিশোরের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৮:৫০ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের মাঝিরঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে ভাসমান অবস্থায় এক রোহিঙ্গা কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে ট্রলার শ্রমিকরা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত রোহিঙ্গা কিশোর মো. শাহ আদিদ (১৭) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডিব্লকের মো. শামসুল আলমের ছেলে। তিনি একজন ট্রলার শ্রমিক ছিলেন বলে জানান স্থানীয় পৌর কাউন্সিলর এহেসান উল্লাহ। লাশের সুরতহালকারী কক্সবাজার সদর থানার এসআই আমজাদ হোসেন জানান, রোহিঙ্গা কিশোর শাহ আদিদ একজন ট্রলার শ্রমিক ছিলেন। গত ১৪ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে শহরের মাঝিরঘাটে একটি ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়ে যান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবৃদ্ধকে হাতুড়ি পেটা করার সময় দুই যুবক আটক
পরবর্তী নিবন্ধচবি ছাত্রীহলসমূহের পিঠা উৎসব