বহদ্দার বাড়ি এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দার বাড়ি পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মো. সবুজ আহম্মদ (২২) কুষ্টিয়া জেলার মনিরুল ইসলামের ছেলে, বর্তমানে চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকার বাসিন্দা। এছাড়া মো. সোহেল (২২) কক্সবাজারের আবদুল মান্নানের ছেলে, বর্তমানে চান্দগাঁও সিএন্ডবি টেকবাজার এলাকায় থাকে। অভিযানে দুইজনের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে
পরবর্তী নিবন্ধশোভনদন্ডীতে ৬০০ পরিবারে বিএনপির ইফতার সামগ্রী বিতরণ