নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট ফরিদাপাড়া এলাকা থেকে অস্ত্র মামলার দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিরাজুল ইসলাম (৩৭) প্রকাশ সিরাজকে গ্রেপ্তার করেছে র্যাব–৭ এর সদস্যরা। র্যাব সূত্র জানায়, গত রবিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে সীতাকুণ্ড থানার ১০নং জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করতো বলে জানা গেছে। র্যাব জানায়, গ্রেপ্তার সিরাজুল ইসলাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার একটি অস্ত্র মামলার দশ বছরের সাজাপ্রাপ্ত। সে দীর্ঘ দশ বছর আত্মগোপনে ছিলেন। সিরাজ লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার জমগ্রাম এলাকার সুমন আহমেদের ছেলে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।