নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারের দ্বিতীয় ও তৃতীয় তলায় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। এসময় অভিযানে ১১ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ১০টা থেকে একটানা ১২টা পর্যন্ত র্যাব চট্টগ্রাম ও চান্দগাঁও থানা পুলিশ এই অভিযান চালায়। র্যাব জানায়, নগরীর বহদ্দারহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গোলাগুলি করা গুইশ্যা ডাকাত দলের ১১ সদস্যকে যৌথ অভিযানে ৫ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লেফটেন্যান্ট কমান্ডার তাওহিদ জানান, কাচাঁ বাজারের পেছনে দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালানো হয়। অভিযানে ডাকাত দলের মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়। বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এখানে শর্টগানের গুলি, পিস্তলের খোসা, মানুষ নির্যাতনের নানান হাতিয়ার, মাদক উদ্ধার করা হয়েছে। এখানে বিভিন্ন থানা হতে পুলিশের লুট হওয়া অস্ত্রও রয়েছে বলে জানা গেছে।
অভিযানে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনসহ পুলিশের বিপুল পরিমাণ সদস্যরাও অংশ নেন। গ্রেপ্তারের পর তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধারকৃত গোলাবারুদ ও অস্ত্র এবং মাদকগুলো গণনা করা হচ্ছে বলে জানা গেছে।
চান্দগাঁও থানা পুলিশ জানায়, সন্ত্রাসীদের গোপন টর্চার সেলে অভিযান চালিয়ে গোলাবারুদ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও টর্চারের জিনিসপত্র সিসি ক্যামেরাসহ অনেক কিছুই পাওয়া গেছে।