বহদ্দারহাট কাঁচাবাজারে নানা অনিয়ম, চার প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল রোববার চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

অভিযানে কাউসারের সবজির আড়তে বিভিন্ন উপজেলা থেকে এক থেকে আড়াই কেজি ওজনের প্রতিটি লাউ ৫০ টাকা কিনে এনে রশিদ ছাড়া পাইকারি বিক্রি করায় আড়তদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই আড়তের ৫০ মিটার দূরে খুচরা বিক্রেতারা প্রতি কেজি লাউ বিক্রি করছেন ৫০ টাকা দরে। একই অভিযানে খাজা স্টোর নামের ডিমের পাইকারি বিক্রেতাকে মূল্য তালিকা প্রদর্শন না করা, বেচাকেনার ভাউচার সংরক্ষণ না করা এবং অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই বাজারের শাকিল এবং মোর্শেদের সবজির দোকানেও কোনো ধরনের মূল্য তালিকা দেখা যায়নি। উভয় দোকানের প্রতিটিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

পূর্ববর্তী নিবন্ধস্বামী-স্ত্রী পরিচয়ে উঠেন হোটেলে, পরদিন নারীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারে বিশেষ টাস্কফোর্স অভিযান