বহদ্দারহাটে ফুটপাত থেকে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

| রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৮:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা আজ রোববার সকালে নগরীর বাকলিয়া ও বহদ্দারহাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা কর্তন করায় ক্ষতিপূরণ আদায় করা হয়।

পরে বহদ্দারহাট এলাকায় রাস্তা ও ফুটপাত থেকে প্রায় দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে ১ ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ১ মাস ২৮ দিনের মাথায় কক্সবাজার সদর থানার ওসি প্রত্যাহার
পরবর্তী নিবন্ধউখিয়ায় নানা প্রজাতির ৩৫টি পাখি জব্দ, পরে অবমুক্ত