বহদ্দারহাটে পিকআপের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ১

আজাদী অনলাইন | রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ১২:০৬ অপরাহ্ণ

নগরের বহদ্দারহাটে পিকআপের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। রোববার (১০ জানুয়ারি) সকাল ৭টার দিকে এন মোহাম্মদ কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক মো. সেকান্দর (৬৫) চান্দগাঁও মৌলভি পুকুর পাড় এলাকার মৃত মনজুর আহমদের ছেলে। আহত অটোরিকশা যাত্রীরা হলেন- আবু তৈয়ব (৪০), মোরশেদ আলম (৩৫), আবু সৈয়দ (২১) ও রাশেদুল (২১)।

এদের মধ্যে আবু তাহেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ও বাকিদের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।-বাংলানিউজ

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আহত ৪ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পূর্ববর্তী নিবন্ধআহমাদিয়া পাড়া শর্টবার ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫