বহদ্দারহাটে তিন চোরাই আইফোনসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

তিনটি চোরাই মোবাইলসহ (আইফোন) এসএম আব্দুল্লাহ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত আব্দুল্লাহ কাজির দেউরী ২ নং গলির (শেল সোনিয়া ভবন) বাসিন্দা। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৩ ধারায় একটি মামলা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধআরব আমিরাতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রবাসী সন্তানদের সাফল্য
পরবর্তী নিবন্ধদেশবাসীর প্রত্যাশা বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে