কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে নগরীর বহদ্দারহাটে তিনজন নিহতের মামলায় দুজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারা হলেন, আবু রায়হান ও নাইমুদ্দিন মোহাম্মদ আমজাদ। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে দুজনের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালতের প্রসিকিউশন শাখায় থাকা চান্দগাঁও থানার জিআরও মো. জুলুস খান পাঠান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, কোটা আন্দোলনকে ঘিরে গত ১৬ জুলাই নগরীর বহদ্দারহাটে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়। এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।