বহদ্দারহাটে ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৬:৩৪ পূর্বাহ্ণ

নগরের বহদ্দারহাটে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, দিদারুল আলম, আরিছ উদ্দিন, মো. শাহেদ, মো. জুয়েল ও মো. সুমন। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি দেখে মিছিলে অংশগ্রহণকারীদের চিহ্নিত করা হয়। পরে গতকাল দুপুরে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ পাঁচজন নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিতি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, মিছিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরনের ভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছিল। রাষ্ট্রের ক্ষতি সাধন, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে মিছিলে অংশগ্রহণকারী ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে। মিছিলে অংশগ্রহণকারী বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধএনায়েতবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধভাসানচর কার ?