বহদ্দারহাটে জুয়ার সরঞ্জামসহ আটক ১০

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১৫ পূর্বাহ্ণ

গভীর রাতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ১০ জনকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বহদ্দারহাটের খইল্লা মিয়ার পেট্রোল পাম্প বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন নুরুল ইসলাম (৪৫), শাহারাজ (৫০), রুবেল শীল (৩৫), মো. শাহজাহান (৩৮), মো. বাবুল শরীফ (৪৮), মো. আবু তাহের (৩৯), নাজিম উদ্দীন (৪৪), আনিসুল হক (২৪), মেহেরাজ (১৯) ও সৈয়দ ছালাম (৪০)

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, শুক্রবার রাত সোয়া একটার দিকে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারী পৌরসভা আ.লীগ সভাপতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআমেরিকায় শিক্ষা ও বৃত্তি-সুবিধা বিষয়ে আইআইইউসিতে আলোচনা