নগরীর বহদ্দারহাট এলাকা থেকে ছিনতাইকারী গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ফখরুল ইসলাম, মো. শাহীন, মো. মানিক প্রকাশ রিয়াদ এবং মো. জাহাঙ্গীর।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।