নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট পুলিশ বঙের সামনে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। গ্র্রেপ্তাররা হলেন– মো. মানিক (২১) ও রিপন দেব (২২)। এদের মধ্যে মানিক পটিয়া থানার কামাল সওদাগর বাড়ির বাসিন্দা হলেও বর্তমানে মুরাদপুর এলাকায় বসবাস করেন। রিপন দেবের বাড়ি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি গ্রামে, বর্তমানে তিনি চন্দ্রিমা আবাসিক এলাকায় থাকেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অভিযান অব্যাহত থাকবে।