বস এবং বউ সমাচার

হেলাল চৌধুরী | সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

মানুষ এক অদ্ভুত প্রাণী। স্বভাবজাতভাবে সে পরিবর্তনকে সহজে গ্রহণ করতে চায় না। চেঞ্জকে সে ভয় পায়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? অধিকাংশ মানুষ (সবাই নয়) তার জীবনের কোনও না কোনও সময় মনে মনে দুটা জিনিসের পরিবর্তন চায়। ১.অফিসের বস ২.ঘরের বউ। ইন্টারনেটেও এই নিয়ে অনেক মুখরোচক তথ্য পাবেন। বিষয়টা হয়তো অনেকের সাথে মিলে গেছে। কিন্তু মুখে কিছু বলা যাবে না। কারণ, যত কিছুই হোক সকাল হলে অফিসে যেতে হবে। আর সন্ধ্যার পর বাড়ি। কে চাইবে, মুখ ফসকে কিছু বলে পেটে লাথি পড়ুক আর ঘরে অশান্তি হোক! খুব কম পুরুষই আছে, যার কাছে অন্যের বউকে আকর্ষণীয়া মনে হয়না। নিজের বউ হাসলে ‘এত হাসির কী হলো’! আর অন্যের বউ হাসলে ‘ভাবী, আপনার হাসিটা না অবিকল সুচিত্রা সেনের মত’। নিজের বউ রান্না করলে… ‘রান্নার সময় তোমার মন যে কই থাকে, লবণ এত কম হইছে ক্যান’। আর অন্যের বউ রান্না করলে ‘ভাবী, বলুনতো আপনি কিভাবে বুঝলেন, রান্নায় আমি লবণ কম খাই। শরীরটা ফিট এন্ড ফাইন রাখার জন্য লবণ এভয়েট করা জরুরি’।

আমরা অনেকেই এই কথাগুলোর উপর ভদ্রতার মোড়ক পড়াই। কিন্তু বাস্তবিকই আসল ব্যাপারটা একদম ভিন্ন। এতো গেল বউ সমাচার। এবার অফিসের বস নিয়ে দুচার কথা না বললেই নয়। আমি খুব কম চাকরিজীবীকে দেখেছি যারা অফিসের বসের উপর বিরক্ত নয়। অনেককে দেখেছি বসের অত্যাচারে চাকরিটাই ছেড়ে দিয়েছে। বসের অসুখ হলে অথবা বস ছুটিতে থাকলে অনেককে ঈদ উৎসব পালন করতেও দেখেছি। আমার এক কলিগকে জানি ওর ল্যাপটপে একটা গেম আছে। সে এই গেমের নাম দিয়েছে ‘হিট দ্যা বস’। ওই গেমে একটা মানুষের মুখ আছে। মুখটাকে কন্টিনিউয়াস হিট করে রক্তাক্ত করা যায়। হিট করার কিছু অপশনও আছে। যেমন: লাথি, কিল ঘুষি এমনকি বেস বলের ব্যাট দিয়েও আঘাত করা যায়। যতবারই সে বসের ঝাড়ি খায়, ততবারই সে বসের রুম থেকে বের হয়ে এই গেমটা খেলতে বসে। ইচ্ছামত পিটিয়ে রক্তাক্ত করে তার ডামি বসকে। কারো কারো জীবনে মূর্তিমান আতংকের নাম হলো ‘বস’। এমনকি আমি অনেককে বলতে শুনেছি, ‘ব্যাটা মরে না ক্যান’! শুনতে অপ্রিয় লাগলেও বস বিদ্বেষী এই ঘটনাগুলি মিথ্যা নয়।

এবার মূল কথায় আসা যাক। মূল কথা হলো বস এবং বউ আমাদের প্রত্যেকের জীবনের এক অপরিহার্য অংশ। বলতে গেলে আমাদের জীবনের সবটুকু জুড়েই এই দুইজন মানুষের বিচরণ। এই দুইজন মানুষ চাইলে আমাদের জীবনটা দুনিয়াতেই জান্নাত অথবা জাহান্নামের মতো বানাতে পারে। কোনটা বানাবে সেটা কিন্তু পুরোটাই নির্ভর করছে আপনার উপর। আপনি কিভাবে তাদের হ্যান্ডেল করছেন তার উপর। মনে রাখবেন, বস এবং বউ, এই দুইজনই হচ্ছে আগুনের মতো। আগুনকে যে ব্যবহার করতে জানে, আগুন তার জন্য ‘শক্তি’। আর যে ব্যবহার করতে জানে না, আগুনে তার হাত পুড়ে যায়। তাই, বি কেয়ারফুল ! হ্যান্ডেল দেম উইথ ভেরি কেয়ার।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুত্ব সম্পর্ক অটুট থাকুক আজীবন
পরবর্তী নিবন্ধফাগুন