বসুন্ধরা এলপি গ্যাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জয়া আহসান। বসুন্ধরা এলপি গ্যাস ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের এক অনন্য মেলবন্ধনের সূচনা হলো নতুন এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। গত ২৯ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বসুন্ধরা গ্রুপের হেডকোয়ার্টার-২ এর কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এম জসীম উদ্দীন (চিফ অপারেটিং অফিসার, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), মাহবুব আলম (চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, বসুন্ধরা এলপি গ্যাস), জাকারিয়া জালাল (হেড অফ সেলস, বসুন্ধরা এলপি গ্যাস) সাদ তানভীর (হেড অফ এইচআর, বসুন্ধরা এলপি গ্যাস), সরোয়ার হোসেন সোহাগ (জেনারেল ম্যানেজার, সাপ্লাই চেইন, বসুন্ধরা এলপি গ্যাস) প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।