বসন্ত বরণে বোধন আবৃত্তি পরিষদের প্রস্তুতি সভা

| বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:০৪ পূর্বাহ্ণ

আগামী ১৪ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তের প্রথম আগমনী দিন। প্রতি বছরের মতো এবারো বোধন আবৃত্তি পরিষদ বসন্তের ব্যাপকতা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় বোধন বসন্তবরণে এক প্রস্তুতি সভা গত ৩০ জানুয়ারি বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের মহড়া কক্ষ নগরীর জামালখান তৌফক ম্যানশনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পালকে আহবায়ক ও অনুষ্ঠান সম্পাদক মৃন্ময় বিশ্বাসকে সদস্য সচিব করে বোধন বসন্তবরণ উৎসব একটি উপ পরিষদ গঠন করা হয়। উপস্থিত ছিলেন সুবর্ণা চৌধুরী, এস এম আব্দুল আজিজ, ইসমাইল চৌধুরী সোহেল, গৌতম চৌধুরী, বিপ্লব কুমার শীল, অনুপম শীল, সাজেদুল আনোয়ার, পলি ঘোষ, পল্লব গুপ্ত, পার্থ বড়ুয়া, শংকর প্রসাদ নাথ, শর্মিলা বড়ুয়া, মোহাম্মদ সাজ্জাদ চৌধুরী, লিংকন বিশ্বাস, জসীম উদ্দিন, শান্তা সেনগুপ্তা, সুচয়ন সেনগুপ্ত, ডেইজি চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে ফ্রান্সের অর্থোপেডিক সার্জন ডা. ক্রেভিয়ারি
পরবর্তী নিবন্ধআনোয়ারা কলেজে পিঠা উৎসব