বসন্ত আসুক তোমার সঙ্গী হয়ে

হৈমন্তী তালুকদার | মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

বসন্তের মতো একদিন আমারও সুদিন আসুক,

চারিদিকে সাজ সাজ রব, জড়িয়ে রাখবে সাতরঙা রঙধনু সাজ।

কিন্তু হলুদের আনাগোনা থাকবে বেশি,

হলুদ নাকি বন্ধুত্বের প্রতীক।

আচ্ছা! বন্ধুত্ব কি শুধু মানুষের সাথে হয়?

কেন ঐ দূরের পাহাড়ের সবুজবীথি, সমুদ্রের গর্জন

এই বোবাকালা সুন্দরগুলো….

মনের সকল জমানো ব্যথা বুঝে নেয় নিমিষেই,

মানুষ বুঝেও বুঝে না অনেক সময়।

প্রকৃতি কি সবসময় একই রকম?

তারাও বিমূর্ত রূপের সাথে থাকে কোনো মাস,

কিন্তু মানুষের মন যেন একই রকম থেকে

যেতে হবে।

বন্ধুত্ব বলে আসলে কিছু নেই

এটা হলো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কখনো কখনো একটি পোষা প্রাণীও ভীষণ ভালো বন্ধু হয়ে ওঠে,

যেন সব বুঝে, কোনো কোনো সময় গাছেরা।

কখনো প্রিয় কোনো বইয়ের পাতায় চোখ ডুবিয়ে দিতে ইচ্ছে হয় ঘণ্টার পর ঘণ্টা।

বসন্তের মতো একদিন আমারও সময় আসুক

মনের পাখায় ভর করে ছুটে যাবো সমুদ্রের জলে, পাহাড়ের নীরবতায়, কখনো বুনোহাঁস, কখনো বুনোফুলের সাথে কাটিয়ে দিবো সারাদিন।

এলোচুলে গুঁজে দিবো সোনালু ফুল।

সেদিন কোনো অজুহাত থাকবে না,

অপেক্ষা থাকবে না।

প্রিয় কিছু মুহূর্ত এসে আমাকে আলিঙ্গন করে বলবে

আজ শুধুই তোমার বসন্ত, কোকিলের কুহুতান থাকবে কিনা জানা নেই, তবে থাকুক নীরব কিছু অভিযোগ। কথোপকথনের বেড়াজালে আটকে থাকা

অভিমানের উড়ো চিঠি যা মনের খাতায় লেখা ছিলো বছরের পর বছর।

সেদিন বন্ধু হোক সময়, কেউ বলুক আমি তোমার বসন্তের অনেক হলুদাভ ভালোবাসা কেড়ে নিয়েছিলাম এতোকাল……..

আজ শুধু তোমার বসন্ত দিন।

উজাড় করে সকল সময়ের অজুহাত আজ মুছে দিবো,

লাল গোলাপের মতো রঙিন প্রচ্ছদে বেরঙের গল্পগুলো ঢাকা পড়ে যাক তোমার আমার বসন্তের আলাপনে।

বসন্ত আসুক, তোমার সঙ্গী হয়ে

তবুও বসন্ত আসুক কোনো দিন তোমার হাত ধরে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীবাসী উড়তে শেখো
পরবর্তী নিবন্ধরবীন্দ্র-নজরুল : শ্রদ্ধা এবং স্নেহের অনন্য দৃষ্টান্ত