বসতঘরে খোলা সয়াবিন তেল প্যাকেটজাত করার কারখানা

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ার দেওদীঘি এলাকার একটি বাসায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে খোলা সয়াবিন তেল প্যাকেটজাত করার কারখানা আবিষ্কার করেছে। ওই কারখানায় বিএসটিআই’র অনুমোদন ছাড়া অবৈধ উপায়ে রুপচান নামে নকল লেবেল লাগিয়ে খোলা তেল বাজারজাত করে আসছিল একটি চক্র। গোপন সূত্রে এ তথ্য পেয়ে গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানে ওই বাসার একটি কক্ষে তেলের ২টি ট্যাংকসহ প্রায় ৩৫০০ লিটার খোলা ও বোতলজাত তেল পাওয়া যায়। যার মোড়কে বিএসটিআই এর অনুমোদনসহ পণ্যের মোড়কের জন্য নির্ধারিত তথ্য কিছুই ছিল না। অভিযানে উক্ত বাসায় তেলের ব্যবসা পরিচালনাকারী মো. ইউনুসকে (৪৮) আটক করা হয় এবং অবৈধ উপায়ে তেল বাজারজাত করার অপরাধে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃত ইউনুস এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেংগা এলাকায় আবদুল হামিদের ছেলে। এসময় তেলের ব্যবসার সাথে জড়িত মো. ইসাহাক (৪২) এবং ওই বাসার মালিক মো. নাসির উদ্দীন (৪৫) নামে ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্যানিটারি ইন্সপেক্টরকে নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, দেওদীঘির ওই বাসার একটি কক্ষে সয়াবিন তেল অস্বাস্থ্যকর পরিবেশে ওজনে কম দিয়ে অবৈধ প্রক্রিয়ায় প্যাকেজিং করে রুপচান নামে সাতকানিয়ার বিভিন্ন দোকানে সাপ্লাই করে আসছিল। গোপন সংবাদে এ তথ্য পেয়ে গতকাল দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ ও ২ লিটারের ৬৮০০টি খালি প্লাস্টিক বোতল ও লেবেলসহ ড্রামে তেল পাওয়া যায়। তিনি জানান, বাসাটিতে ৩৫০০ লিটার পরিমাণ তেলের বোতল জব্দ করা হয় এবং তিনটি কক্ষে খালি বোতল, তেলের ড্রাম, মোটরসহ সিলগালা করে দেয়া হয়।

এসময় অবৈধ তেলের ব্যবসা পরিচালনাকারী মো. ইউনুসকে হাতেনাতে আটক করা হয় এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে তেলের ব্যবসার সাথে জড়িত অপর ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্যানিটারি ইন্সপেক্টরকে নির্দেশনা দেয়া হয়েছে।

অভিযানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল, সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন পারভেজ।

এদিকে একইদিন অদ্য উপজেলার বারদোনা এলাকায় পৃথক মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে মাটি কর্তনের সময় লোহাগাড়ার চরম্বা এলাকার নুরুল ইসলামের ছেলে ইয়াছিন আরফাত (২১) এবং আমিরাবাদ এলাকার ফওজুল কবিরের ছেলে মোহাম্মদ ইলিয়াছকে (৩৫) আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ সময় দুইটি ডাম্পার জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ৭০০ পাখি ধরে জবাই করে হত্যা
পরবর্তী নিবন্ধহাসিনা যেখানেই থাকুন, বিচার তার হবেই