বসতঘরের জানালা ভেঙে চুরি

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ৩১ মে, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ঘরের জানালা ভেঙে ২৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়েছে চোরের দল। গত সোমবার দিবাগত রাত ১টায় উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মহালংকা গ্রামের হিতুব মোহাম্মদ ভূঁইয়া বাড়ির হামিদ উল্যাহর ঘরে এই চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত হামিদ উল্যাহ বলেন, আমার ঘরের কাজ চলতেছে। সোমবার রাতে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা পানির মোটর, এক কয়েল বৈদ্যুতিক তার ও অন্যান্য জিসিনপত্র সহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোর। বিষয়টি আমি স্থানীয় মেম্বারকে জানিয়েছি। হাইতকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামশেদ আলম বলেন, চুরির বিষয় আমাকে জানিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কারা এই চুরির সাথে জড়িত তাদেরকে বের করে আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রোবেটিক্স ক্লাবের প্রদর্শনী