বলৎকারের অভিযোগে মারধর, অভিমানে শিক্ষকের আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:০৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে তৌহিদুল ইসলাম (২২) নামে এক হেফজখানার শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৭টার দিকে ইউনিয়নের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় ইলিয়াছ বিল্ডিংয়ের আল-কুরআনুল হাকীম আদর্শ হিফজ মাদ্‌রাসার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার চুনতি ইউনিয়নের সমশু মেম্বার পাড়ার শামসুল ইসলামের পুত্র।
ওই হেফজখানার শিক্ষক মো. ইসমাঈল জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে হেফজখানার ছাত্রকে বলৎকারের অভিযোগ এনে স্থানীয় কিছু লোক তৌহিদুল ইসলামকে অপমান ও মারধর করার কথা তাকে জানায়। ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। রাতে তারা দুইজন এক রুমে ঘুমাতে যান। সকালে হেফজখানার অফিস কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পান এবং বিষয়টি বিল্ডিংয়ের মালিককে জানান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হেফজখানার গেট তালাবদ্ধ। ঘটনাস্থলে হেফজখানার কর্মকর্তা-কর্মচারী কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর অভিভাবকরা এসে তাদের সন্তানদের বাড়িতে গিয়ে গেছে বলে জানা যায়। এ ঘটনার ব্যাপারে কেউ কিছু বলতে রাজি হচ্ছে না। ধারণা করা হচ্ছে বলৎকারের বিষয়টি জানাজানি ও অপমান সহ্য করতে না পেরে ফাঁসিতে ঝুলে শিক্ষক তৌহিদুল ইসলাম আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই পার্থ সারথী হাওলাদার ঘটনাস্থলে যান। তিনি জানান, আল-কুরআনুল হাকীম আদর্শ হিফজ মাদ্‌রাসার কক্ষ থেকে এক শিক্ষককের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল লিপিবদ্ধের সময় লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি আত্মহত্যা প্ররোচণা মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহালদায় ভেসে উঠল মৃত কাতলা মাছ
পরবর্তী নিবন্ধট্রাম্পকে ছাপিয়ে ভোটারদের পছন্দের প্রার্থী ‘লড়াকু’ জো বাইডেন