বলুয়ার দিঘি খানকায় ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল আজ

| শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৭:১৩ পূর্বাহ্ণ

পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে বলুয়ার দিঘি খানকায়ে কাদেরীয়া ছৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় বাদে মাগরিব থেকে পবিত্র গিয়ারবি শরীফ, গাউসুল আজম দস্তগীর হজরত আবদুল কাদের জিলানীর (রা.) জীবনের কর্ম নিয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য খানকাহ শরীফের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন বাঁশখালীর ১১ তরুণ
পরবর্তী নিবন্ধবিএনপি নেতা লোকমান হোসেনের ইন্তেকাল