বর্ষা বন্দনা

আহনাফ সুলাইমান | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

(৩০০৯৪)
রুক্ষতাকে ছিঁড়ে ফেলে
আবার এলো বর্ষাকাল,
কদম বনে ফুটলো যে ফুল
মেঘলা দিনের এই সকাল।
আরো ফোটে হাসনাহেনা
কেয়া, জুঁই, গন্ধরাজ,
এই ঋতুতে পল্লী সাজে
প্রকৃতির এক নতুন সাজ।
ঝিরিঝিরি বৃষ্টি পড়ে
কখনো বা মুষলধার,
ঝোপের ধারে ব্যাঙ ডাকে ওই
ঘ্যাঙর ঘ্যাঙর বারংবার।
বৃষ্টিভেজা প্রকৃতিটির
বৈচিত্র্যের নেই যে শেষ,
বর্ষাকালে অপরূপ হয়
আমার প্রিয় বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধমনে পড়ে
পরবর্তী নিবন্ধটার্কি এসেছে অস্ট্রেলিয়া থেকে