বর্ষার মতো বর্ষা এবারে
বুঝিনি সবশেষে কি কহিবারে
জড়োসড়ো হাত দূর বিড়ালীটা
ভরা নদে ভেজেনি নৌকোর ভেতরটা।
একটি ডানার মায়ার সাঁকো
ভিজছে আপিস ফেরা ব্যাগও
আরেক ডানা মেঘ হয়ে যায়
যে চলে যায় বৃষ্টি পোহায় সেও।
আবু তাহের মুহাম্মদ | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:৪৬ পূর্বাহ্ণ