বর্ষার সন্ধ্যায় ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত হয় শ্রোতার আসর। এতে গান পরিবেশন করেন রুশমিলা ইসলাম, মঞ্জিমা মাধুরী, বর্ণালী দাশ, শাওন প্রিয়া চৌধুরী এবং শাওনী দীয়া মিত্র।
এই নবীন শিল্পীরা প্রমিত বাংলা গানের সাধনায় নিবিষ্ট সঙ্গীত সংগঠন রক্তকরবীর সদস্য। এতে কীবোর্ডে ছিলেন সৃজন রায়, বেহালায় রিকি বসাক, তবলায় সানি দে, পার্কেশানে–মো. ফারুক হোসেন। অনুষ্ঠানের সঙ্গীতায়জনে ছিলেন রক্তকরবীর প্রশিক্ষক ও সংগঠক শীলা মোমেন। প্রেস বিজ্ঞপ্তি।