আম জাম কলা লিচু
রস পাকা কাঁঠালে
খুশি হই খুব আমি
মামা বাড়ি পাঠালে।
পাকা জাম্বুরা আর
গাছ পাকা বেল
তিসি পিষে মাথা জুড়ে
দেয় তিলের তেল।
নতুনের পিঠা পুলি
খেজুরের রস
নানী ডাকে তাড়াতাড়ি
এই খেতে বস।
ওলি মুন্সী | বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ৩:৫৮ অপরাহ্ণ