বর্ষণে ধসে গেছে রোহিঙ্গা ক্যাম্পের সীমানা পিলার

ঘরে ঢুকেছে পানি

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ৫ জুলাই, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

অতি বৃষ্টিতে মাটি সরে গিয়ে কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের কাঁটা তারের সীমানা পিলার ধসে পড়েছে। এছাড়া পানি ঢুকে পড়েছে রোহিঙ্গা ক্যাম্পের বেশ কিছু ঘরে। গতকাল রোববার দুপুরে টেকনাফের উনচিপ্রাং ও উখিয়ার থ্যাংখালী ক্যাম্পে এ চিত্র দেখা গেছে। কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা গেছে, টেকনাফের (ক্যাম্প-২২) উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে কয়েকদিনের অতি বৃষ্টিপাতের ফলে বি/১ ব্লক এলাকার ক্যাম্পের সীমানায় কাঁটাতারের বেষ্টনীর কয়েকটি পিলারের মাটি সরে গিয়ে পার্শ্ববর্তী খালে ধসে পড়েছে এবং বৃষ্টিপাতের ফলে ব্লক-এ/১ ও বি/১ এলাকায় ১০/১২ টি রোহিঙ্গা পরিবারের ঘরে বৃষ্টির পানি ঢুকেছে। রোহিঙ্গা পরিবারগুলোকে অন্যত্র সরিয়ে নিতে ক্যাম্প সিআইসি সংশ্লিষ্ট সাইট ম্যানেজমেন্টকে নির্দেশনা প্রদান করেছে।
এ ছাড়া উখিয়ার থ্যাংখালী ক্যাম্পেও ১৫/২০ টি রোহিঙ্গা ঘরে পানি ঢুকে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, উনচিপ্রাং ক্যাম্পে ১০/১২ টির মতো রোহিঙ্গা ঘরে পানি ঢুকেছে। তাদের অন্যত্র সরিয়ে নিতে ক্যাম্প ইনচার্জসহ এপিবিএন কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসৌদ্দজা নয়ন বলেন, ক্যাম্পের কিছু ঘরে পানি ঢুকেছে।

পূর্ববর্তী নিবন্ধঝড়ো হাওয়ার আভাস চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধকক্সবাজারে হাসপাতালে রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের অভিযোগ