বর্তমান স্বামীর হামলায় সাবেক স্বামী নিহত

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

চন্দনাইশের ধোপাছড়িতে পূর্ব শত্রুতার জের ধরে এক নারীর সাবেক ও বর্তমান স্বামীর মধ্যে মারামারিতে সাবেক স্বামী নিহত হয়েছে। নিহতের নাম শহিদুল ইসলাম (৩০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে বর্তমান স্বামী রোহিঙ্গা মুহিবুল্লাহ (৩২)। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মাইনিরছড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, ধোপাছড়ি ৪নং ওয়ার্ডের মাইনিরছড়া এলাকার আবু ছালেকের ছেলে শহিদুল ইসলাম মহেশখালী এলাকার এক নারীকে ৪/৫ বছর আগে বিয়ে করেন। পরবর্তীতে মিয়ানমার থেকে মাইনিরছড়া এলাকায় কাজে আসা রোহিঙ্গা মুহিবুল্লাহর সাথে শহিদুলের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক হয়। ২/৩ মাস আগে শহিদুল পটিয়ায় কাজে গেলে তার স্ত্রী পরকিয়া প্রেমিক মুহিবুল্লাহকে ঘরে ডেকে নেয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মুহিবুল্লাহকে আটক করে। এ নিয়ে সামাজিক বিচারে ওই নারী তার স্বামী শহিদুলকে ছেড়ে মুহিবুল্লাকে বিয়ে করে অনত্র চলে যান। কিছুদিন আগে মুহিবুল্লাহ স্ত্রীকে নিয়ে শহিদুলের বাড়ির এলাকায় চলে আসেন। এদিকে এক মাস আগে শহিদুলও আরেকটি বিয়ে করেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে শত্রুতা শুরু হয়।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘটনারদিন গতকাল মঙ্গলবার সকালে পাহাড়ি অঞ্চল মাইনিরছড়া এলাকায় শহিদুল ও মুহিবুল্লার দেখা হলে দুজনই পূর্বের ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হয়। এ সময় মুহিবুল্লাহ শহিদুলকে মেরে মাইনিরছড়া এলাকায় ফেলে আহত অবস্থায় পালিয়ে যায়। এদিকে শহিদুল শেষ বিকেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হলে সন্ধ্যা ৭টার দিকে মাইনিরছড়া এলাকায় রক্তান্ত অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় রোহিঙ্গা মুহিবুল্লাহ পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রোহিঙ্গা মুহিবুল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তিনি মিয়ানমারের রহমতুল্লাহর ছেলে।

ঘটনার খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ নিহত শহিদুল ইসলামের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন থানার ওসি মো. নুরুজ্জামান। তিনি জানান, পরকীয়া প্রেমের কারণে শহিদুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছেন। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে যৌথবাহিনীর অভিযান জোরদার
পরবর্তী নিবন্ধসংকট দেখিয়ে সয়াবিন তেল মজুদ