বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে

চন্দনাইশে নবনির্মিত ব্রিজ উদ্বোধনে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১৭ জানুয়ারি, ২০২২ at ১১:১৭ পূর্বাহ্ণ

সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকটি সড়কে ব্যাপক সংস্কার, নতুন নতুন রাস্তা নির্মাণ, ব্রিজ, কার্লভাট ও সেতু নির্মিত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে চন্দনাইশের দেওয়ানহাট-বৈলতলী-বরমা-পটিয়া সড়কের নাসি খালের উপর ২ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি নির্মাণ করা হয়। জনসাধরণের চলাচলের জন্য এই ব্রিজটি উন্মুক্ত হওয়ার পর এ অঞ্চলের মানুষ সহজে যাতায়াত করতে পারছেন। তিনি গত শুক্রবার উপজেলার সাতবাড়িয়া নাসির কুল এলাকায় নবনির্মিত পিসি গার্ডার ব্রিজ উদ্বোধনকালে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, ব্যাংকার রফিকুল হক, অধ্যাপক আবদুল আলীম, আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান, কলিম উল্লাহ, মতি মেম্বার, মো. লোকমান হাকিম, ফোরক আহমদ, মোহাম্মদ হোসেন, মাহিদুল ইসলাম রাজিব, মিজবাহ উদ্দিন খান ভুট্টো, নেসার উদ্দিন, ওসমান আলী ভুট্টো, জাহেদুল ইসলাম নয়ন, জাহিদুর রহমান চৌধুরী, সিরাজুল কাফি চৌধুরী, মো. ফয়সাল, জিয়াদ হোসেন হৃদয়, কাজী রুমি প্রমুখ।
একইদিন তিনি সাতবাড়িয়ার মোহাম্মদখালী বন্দী শাহ (রাঃ) হেফজখানা ও মাদ্রাসা, বরমার প্রিন্সিপাল আবুল কাশেম হেফজখানা ও মাদ্রাসা, দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদপাড়াস্থ রহমানিয়া আহমদিয়া এ.এস. সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার বার্ষিক সভা এবং সাতবাড়িয়া পলিয়াপাড়া সুন্নী তরীক্বত ঐক্য পরিষদের উদ্যোগে মহিলাদের দাওয়াতে খায়ের, মিলাদ, ও সুন্নী তরিক্বত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধজাল ও মাছ শিকারের সরঞ্জাম জব্দ
পরবর্তী নিবন্ধনাম পরিবর্তন করলেন মাহি