বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির

প্রিমিয়ার ভার্সিটির অনুষ্ঠানে অনুপম সেন

| বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৪তম ব্যাচের ওরিয়েন্টেশন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা ও ট্রেজারার প্রফেসর ড. তৌফিক সাঈদ। বিভাগের চেয়ারম্যান ড. সাহীদ মো. আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির। একসময় বিশ্ব এরকম ছিল না। প্রথম শিল্পবিপ্লব, দ্বিতীয় শিল্পবিপ্লব ও তৃতীয় শিল্পবিপ্লবের মাধ্যমে বিশ্ব বদলে গেছে। বিজ্ঞানই বিশ্বকে বদলে দিয়েছে। আগে বিজ্ঞান এগিয়েছিল ধীরে।

এখন বিজ্ঞান দ্রুত এগুচ্ছে। বিজ্ঞানের নানা শাখার অগ্রগতি এখন বিস্ময়কর।তিনি আরো বলেন, জীবনপ্রবাহ সচল ও সহজ করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। আগামী যুগের একটি প্রধান বিষয় হলো কম্পিউটার সায়েন্স। বাংলাদেশ ও বিশ্বের অগ্রযাত্রায় কম্পিউটার সায়েন্স যেভূমিকা রাখবে, সেখানে তোমাদের ভূমিকা থাকতে হবে, আশা করি থাকবে। উপউপাচার্য বলেন, আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হলো, ক্যাম্পাস জীবনে যেন তোমরা নিজেদের সহজে মানিয়ে নিতে পারো, সেব্যাপারে দিকনির্দেশনা দেওয়া। কারণ স্কুলকলেজের যেশিক্ষাঙ্গন, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনেক পার্থক্য রয়েছে। তিনি আরও বলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়তে হলে গণিত, যুক্তি ও পদার্থবিদ্যায় গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মিনহাজ হোসাইন। উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক কিংশুক ধর, ফারহানা শিরিন চৌধুরী, আসমা জোসিতা তৃষা, প্রভাষক আদিবা ইভনাত হোসাইন, কাজী আবরার ইয়াছির ও সৌরভ অধিকারী।

এছাড়া উপস্থিত ছিলেন ৪৪তম ব্যাচের প্রায় ২৫০জন নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিক মেয়রের সাথে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধদুই মাসে সোয়া দুই কোটি টাকার রাজস্ব আদায়