বর্তমান চেয়ারম্যানরাই দায়িত্ব পালন করবেন : স্থানীয় সরকার মন্ত্রী

স্থগিত নির্বাচনী এলাকা

| রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, নির্বাচন স্থগিত হয়েছে এমন ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও মেম্বারাই সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমসহ অন্যান্য কর্মযজ্ঞ নির্বাচন না হওয়া পর্যন্ত পরিচালনা করবেন। গতকাল শনিবার রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সঙ্গে চলমান কোভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে সকল পরিচালক, উপ-পরিচালক ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। খবর বাংলানিউজের।
তাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের মহামারি প্রকট আকার ধারণ করায় নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। গত ১১ এপ্রিল দেশের ৩৭১টি ইউপির ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।
তিনি বলেন, তাই, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান নির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররাই সকল কর্মকাণ্ড চালিয়ে যাবেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, করোনাভাইরাসের মহামারিতেও চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের কাজ চলছে কি-না বা কাজের অগ্রগতি কেমন তা সরাসরি পরিদর্শন না করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দেখভাল করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবিনিয়োগ আকর্ষণে কর কাঠামোর সংস্কার চায় ব্যবসায়ীরা
পরবর্তী নিবন্ধ৮ দিনেও গ্রেফতার হয়নি আসামি