বর্ণাঢ্য আয়োজনে ইউএসটিসি ফার্মেসি বিভাগের প্রথম পুনর্মিলনী

প্রতিষ্ঠার ৩২ বছর

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চিটাগাং (ইউএসটিসি) ফার্মেসি বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ২১ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। বত্রিশ বছর পার করে ফার্মেসি বিভাগের ১ম পুনর্মিলনীর আয়োজন করেছে। ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. সোলায়মান প্রধান অতিথি হিসেবে পুরাতন ক্যাম্পাসে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, প্রফেসর ড. আব্দুর রশিদ, প্রফেসর ড. সিতেশ চন্দ্র বাছার, প্রফেসর ড. সেলিম রেজা, ইউএসটিসির উপউপাচার্য ও ১ম ইউএসটিসি ফার্মেসি বিভাগ পুনর্মিলনী পরিষদের আহ্বায়ক প্রফেসর মো. মহিউদ্দিন চৌধুরী, সদস্য সচিব আমিনুল ইসলাম কায়সার, ইউএসটিসি সাবেক অধ্যাপক ড. হাসান কাওসার ও মো. কামরুজ্জান ভূইয়া, ইউএসটিসি ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মোতালেব ভূঁইয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, যারা ইউএসটিসির ফার্মেসি গ্র্যাজুয়েটদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। পুনির্মলনীর কর্মসূচিতে ছিলজাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের কবর জেয়ারত, স্মৃতিচারণ, ক্যাম্পাস পরিভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফান গেমস, কাউয়ালী সন্ধ্যা, আবৃত্তি পরিবেশনা ইত্যাদি।

উল্লেখ্য, বাংলাদেশের ওষুধশিল্প ও স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেয়ার দৃঢ় সংকল্প নিয়ে জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম ১৯৯৩ সালে ইউএসটিসি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় যাত্রা শুরু করা ফার্মেসি বিভাগ ২৯টি ব্যাচ গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির আইন বিভাগের সেমিনার
পরবর্তী নিবন্ধনবীন মেলার বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৭ ডিসেম্বর থেকে শুরু