বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি চালিয়ে যেতে চাইলেন সহায়তা

পরিবেশ মন্ত্রীর সঙ্গে রাউজান পৌর মেয়রের সাক্ষাৎ

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৭ জানুয়ারি, ২০২৪ at ৯:৪১ পূর্বাহ্ণ

রাউজানের পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে মেয়র রাউজান পৌরসভার পরিষ্কারপরিচ্ছন্ন কর্মসূচি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। মেয়র বলেন, তার পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি অন্যান্য পৌরসভাকে অনুসরণ করতে সরকারিভাবে নির্দেশনা রয়েছে। একই সাথে পথঘাট থেকে কুড়িয়ে আনা ময়লাআবর্জনা নগদ টাকায় কিনে গরীব মানুষকে কিভাবে স্বাবলম্বী করা যায় এবং পতিত বর্জ্যকে কাজে লাগিয়ে তিনি কিভাবে সম্পদে রূপান্তর করছেন সে ব্যাপারেও মন্ত্রীর কাছে বিস্তারিত তুলে ধরেন।

উল্লেখ্য, পৌরসভার সংগ্রহ করা বর্জ্য থেকে তৈরী করা হচ্ছে মাছ, মুরগির খাবারসহ জৈব সার। কুড়ানো পলিথিন, প্লাস্টিক প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হচ্ছে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র। মন্ত্রী মেয়রের বক্তব্য শুনে এই উদ্যোগের প্রশংসা করেন এবং মেয়রকে এসব কর্মসূচি এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতকালে মেয়রের সঙ্গে ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার হিসাব রক্ষক সাকুর মিয়া, ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু ও মোহাম্মদ আসিফ।

পূর্ববর্তী নিবন্ধব্যারিস্টার মনোয়ার হোসেনের গণসংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধকাস্টমসের জনবল ও অবকাঠামো সংকট নিরসনে উদ্যোগ নেবে এনবিআর