বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ত্রিবার্ষিক সাধারণ সভা

| শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৭:৪৩ পূর্বাহ্ণ

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ত্রিবার্ষিক সাধারণ সভা উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিলন মেলা ১লা মার্চ নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো র‌্যালি, জাতীয় সংগীত পরিবেশন ও শোক প্রস্তাব, সাধারণ সভার কার্যবিবরণী পাঠ, আলোচনা, পরিচিতি নির্দেশিকা২ স্মরণিকার মোড়ক উম্মোচন, কমিটি গঠন। সাধারণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক মো: ফরিদুল আলম। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এটিএম তারেক। সমিতির কেন্দ্রিয় কমিটির আহবায়ক এম জহিরুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সমিতির মহাসচিব ইকবাল হোসেন তাপস, চট্টগ্রাম কলেজের সাবেক প্রফেসর মো: একে ফজলুল হক, বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক মহাসচিব আফজাল হোসেন, সাবেক যুগ্ম মহাসচিব লিয়াকত আলী হাওলাদার। কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট বরকত উল্লাহ খান ও সদস্য আলী আরশাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রিয় আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো: জাকির হোসেন, সদস্য সচিব ডা: বেলাল মৃধা, যুগ্ম সদস্য সচিব মো: জাহাঙ্গীর হোসেন, সদস্য অর্থ এসকান্দার আলী হাওলাদার, ইপিজেড শিল্প অঞ্চলের উপদেষ্টা ডা: খান মাসরেকুল আলম, সদস্য ক্যাপ্টেন দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন মিজান সহ বিভিন্ন অঞ্চল কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২য় অধিবেশনে মো: মোয়াজ্জেম হোসেনকে সভাপতি ও লিয়াকত আলী হাওলাদারকে মহাসচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি নাম ঘোষণা করা হয়। এতে সহ সভাপতি নির্বাচিত হন এম. জহিরুল আলম, ডা: খান মাসরেকুল আলম, আতিকুল্লাহ বাহার, আনোয়ার হোসেন মিজান, সৈয়দ আতাউর রহমান কবির, জাকির হোসেন, মো: জাহাঙ্গীর হোসেন, মো: বেলাল মৃধা, ইসকান্দর আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী মহাতীর্থ বারুণী স্নান উদ্‌যাপন পরিষদের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড থেকে নগরের চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার