বরিশালের বর্তমান ও সাবেক মেয়রের বাসায় হামলা-ভাঙচুর

| মঙ্গলবার , ৬ আগস্ট, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ সেরনিয়াবাত ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটেছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।

এছাড়া ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, আমেনা বেগম ফাউন্ডেশন কার্যালয়, সিটি করপোরেশনের এনেক্স ভবন, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে।

পূর্ববর্তী নিবন্ধপাইন্যা কচু চাষ করে ক্ষতির শঙ্কায় চাষিরা
পরবর্তী নিবন্ধসব পক্ষকে শান্ত থাকার আহ্বান ইইউর