বৃষ্টিজলে ভেজা মাটির সোঁদা গন্ধে মনে পড়ে কতো কী, টিনের চালে ঝুমঝুম বৃষ্টির ছন্দে টিনের ঢেউয়ের ফাঁকে ফাঁকে নুয়ে পড়া জল হাতের তালুতে ধরে কতো হেসেছি। কলাপাতা, নারিকেলের পাতার বৃষ্টিজলে সই পাতানো দৃশ্যের সাক্ষী ছিলাম আমি, মেঘের গর্জনে আকাশ যেন সব অভিযোগের অবসান পুষিয়ে নেয় বৃষ্টিজলে। আহা! শীতল হাওয়ার পরশে হিমহিম অনুভূতিগুলোর এতো শান্তি ছবি। হাতে ধোঁয়া ওঠা এককাপ চায়ের সঙ্গ পেলে যেন সোনায় সোহাগা। মা বলতো বৃষ্টিজলে চা ফুটালে ভারি সুন্দর রঙ আসে। গাছগুলো যেন মনে মনে আশীর্বাদ করছে। তারাও হাসছে বৃষ্টিজলে আরো সজীবতা ফিরে পাবে বলে। মানুষ, পশুপাখি, গাছপালা সবাই যেন ক্লান্তি ঝেড়ে নিলো। চারিদিকে এক নির্মল ঠাণ্ডা হাওয়া আমাদের মন থেকে যেন সব ক্লান্তি হতাশা বিষণ্নতা দূর করে দেয়। সব গাছগুলো যেন সজীবতা নিয়ে মিষ্টি করে সেজে থাকে নতুন বউয়ের মতো। হালকা হাওয়ায় গাছের নতুন পাতারা দোল খায়, পাখিগুলো এদিক ওদিক ছোটাছুটি করে পরম স্বস্তিতে। ওরাও যেন বৃষ্টিজলে ভিজে পরম শান্তি নেয়। মনে পড়ে গরম গরম পাকোড়া সাথে কড়া এককাপ চা হাতে নিয়ে আমাদের বারান্দায় দাঁড়িয়ে হেঁটে হেঁটে চা খেতাম। তখনও টিনের চালার ধারে শেষ বৃষ্টির জল গড়িয়ে পড়তো হালকা করে, হাত বাড়িয়ে ছুঁয়ে দেখতাম বৃষ্টিজলের সৌন্দর্য। সে এক অন্যরকম ভালোলাগা। ঝুলন্ত টবগুলোয় ছোট ছোট পাতাবাহারের সতেজতায় শুকনো পাতাগুলো ফেলে দিতাম পরম যত্নে। ভেজামাটির সোঁদা গন্ধ এখন আর পাই না শহরের উঁচু দালানে। শখের বেলকনিতে গিয়ে ভেজা পাতাগুলো ছুঁয়ে অনুভব করি। বৃষ্টিজলে ওরাও যেন শান্ত সতেজতা নিয়ে মৃদু হাসছে। জীবনের রাগ, অভিযোগ অভিমান ও যেন এইরকম বৃষ্টিজলে সব ভিজে একাকার হয়ে যাক একরাশ সতেজতা নিয়ে। কটকটে মরুভূমি হয়ে যাওয়া নীরব অভিমানে বৃষ্টির জল গড়িয়ে পড়ুক শান্তির ধারা হয়ে। জীবন সত্যি সুন্দর, এইতো সেদিন আকাশে কী অদ্ভুত সুন্দর চাঁদ আর শুক্র গ্রহের এক অপরূপ অদ্ভুত সৌন্দর্যের সাক্ষী ছিলাম আমরা পৃথিবীর অনেক মানুষ। অপলক নয়নে যেন তাকিয়ে ছিলাম সবাই। মুঠোফোনে ছবিস্মৃতি রাখার সুযোগ কেউ হাতছাড়া করিনি।
এই বৃষ্টি জল, এই চাঁদের সৌন্দর্য, সূর্যাস্তের অপরূপ মহিমায় আমরা সবকিছুতে সুন্দর খুঁজি। এই সুন্দর ভাবনাগুলো আমাদের যেন সবসময় জড়িয়ে রাখে অন্যের সফলতায়, অন্যের ভালো কাজে। এই পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমরা যেন মৃত্যুর আগে সকলে সকলকে ভালোবাসি, সম্মান করি, কৃতজ্ঞ থাকি। বৃষ্টি জলে সকলে সতেজও নির্মল হোক। জীবনের সুন্দর সুন্দর ভাবনায়, শুভকামনায়, সহমর্মিতায় সকলে পরিপূর্ণ হোক।