চন্দনাইশ বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় ও দেশপ্রিয় খেলাঘর আসরের আয়োজনে গত মঙ্গলবার বই প্রদর্শনী, বই উৎসব, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ প্রধান শিক্ষক আ. হ. ম. সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও খেলাঘর আসরের সহ-সভাপতি সুবল দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন বরমা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শিব প্রসাদ শূর, উপজেলা আ.লীগ নেতা বলরাম চক্রবর্তী ও সহকারি প্রধান শিক্ষিকা সাজেদা বেগম। স্বাগত বক্তব্য আসরের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল। বক্তব্য রাখেন রাজীব আচার্য্য, পলাশ ভট্টাচার্য্য, রানা দেব, সমর ভট্টাচার্য্য, শান্তনু ধর, অর্ক আচার্য্য, মুন্নি দেব, জুয়েল দেব প্রমুখ। বক্তারা বলেন, উন্নত জাতি গঠনে বই পড়া বা জ্ঞান চর্চার বিকল্প নেই। বক্তারা সমাজে অপরাধ রোধে বই পাঠ ও বই মনস্ক হওয়ার জন্য ছাত্র ও যুব সমাজের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।