বন মামলায় ৩ আসামি জেল হাজতে

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৯:৩৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর একটি বন মামলায় হাজিরা দিতে ৩ আসামীকে গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেছেন। জানা যায়, বিগত বছরের সেপ্টেম্বর মাসে উপজেলার মন্দাকিনী বন বিটের সরকারী সংরক্ষিত বনে অবৈধ প্রবেশ করে মূল্যবান সেগুন গাছ কেটে পাচার করার অপরাধে তৎকালীন মন্দাকিনী বন বিট কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ফরেস্টার ৯ সেপ্টেম্বর ২০২৩ সালে বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় নাছির পিতা মৃত মুকবুল হোসেন, হারুনূর রশীদ কালু পিতা নোয়া মিয়া, ও বাদশা আলম, পিতা মো. ইউসূফকে আসামী করা হয়। এই মামলায় আসামীরা গতকাল সোমবার আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দিতে গেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মো. নূরুল হারুন আসামীদের জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। বন মামলার তিন আসামিকে জেলা হাজতে প্রেরনের বিষয়টি মামলা পরিচালনাকারী আইনজীবী তথা উর্ধতন কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে নিশ্চিত করেছেন মামলার বাদী। নাম প্রকাশ না করার শর্তে বন বিভাগের এক কর্মকর্তা জানান, আসামীরা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে এমনকি দায়িত্বশীল কর্মকর্তারা কিছু বলার বা করার সাহস পায়না।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে বিবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধরাউজানের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত