বন মামলায় হাটহাজারীর আ.লীগ নেতাসহ ৩ জন কারাগারে

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৮ জুলাই, ২০২৪ at ৮:০৯ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলা যুবলীগ নেতা নাছির ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হারুনর রশীদ (কালু) এবং বাদশা আলম নামের তিন আসামিকে বন মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এদের মধ্যে নাছির উপজেলা যুবলীগের সাবেক সদস্য আর হারুনর রশীদ (কালু) ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক।

সোমবার (০৮ জুলাই) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হারুনের আদালত এ আদেশ দেন।

কারাগারে পাঠানো নাছির উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের মৃত মকবুল হোসেন ও হারুনর রশীদ (কালু) মৃত নোয়া মিয়ার এবং বাদশা আলম মো. ইউসুফের পুত্র।

বন মামলা পরিচালক মো. সফিউল করিম মজুমদার জানান, ‘সংরক্ষিত বনে অবৈধভাবে অনুপ্রবেশ, গাছ কাটা ও পাচারের মামলার ৩ আসামি আদালতে জামিন আবেদন করেন, পরে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জের মন্দাকিনী বিটের সরকারি সংরক্ষিত বনে আসামিরা অবৈধভাবে প্রবেশ করে সরকারি মূল্যবান সেগুন গাছ কাটা ও পাচারের অপরাধে মন্দাকিনী বিটের তৎকালীন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে বন আইনের ৩৩(১ ক) (খ) ধারায় চট্টগ্রাম বন আদালতে পিওআর মামলা দায়ের করেন। যার নং ১৮৩/২০২৩ পিওআর নং ০৫/ মন্দা ১৩/ হাট অব ২০২৩-২৪।

মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিলেন। সোমবার আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন চাইতে গেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত ৬ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মোঃ নূরুল হারুন জামিন না মঞ্জুর করে আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

বন বিভাগের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম দৈনিক আজাদীকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে মেয়ের বিয়ের জন্য রাখা কৃষকের ৩ গরু চুরি
পরবর্তী নিবন্ধপিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় গাড়িচালক আবেদসহ আটক ১৭