বন প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে সামাজিক বনায়নের গাছ লুট

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় বন প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে সামাজিক বনায়নের গাছ লুটে নিয়েছে বনখেকোরা। গত সোমবার রাতে সাতকানিয়ার বাজালিয়া চিতামুড়ার বাঁশবুনিয়ায় বড়দুয়ারা বনবিট কাম চেক স্টেশনের আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের বড়দুয়ারা বনবিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বন প্রহরীরা প্রতিদিন রাতে বিটের বিভিন্ন এলাকায় টহল দিয়ে থাকে। এরই অংশ হিসেবে ঘটনার দিন রাতে বন প্রহরী মোহাম্মদ ইলিয়াস, আব্দুল মান্নান, সাজেদুর রহমান ও ভিলেজার মোঃ ফরিদুল আলম প্রকাশ ফরিদ মাঝি চিতামুড়ার বাঁশবুনিয়া এলাকায় টহল দিতে যান। এসময় বাজালিয়ার বড়দুয়ারা কলঘর এলাকার মোঃ মিনহাজ, মোঃ সরোয়ার আলম, মাহাফুজুর রহমান ও মোঃ করিমের নেতৃত্বে এক সদল লোক সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছিল। তখন টহলরত বন প্রহরীরা তাদের বাধা দেয়। ফলে বনখেকোরা ক্ষিপ্ত হয়ে প্রথমে বন প্রহরীদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে সামাজিক বনায়নের গাছ লুটে নেয়। বন খেকোরা গাছ কেটে ট্রাকযোগে লুটে নেয়ার পর বন প্রহরীদের ছেড়ে দেয়। এ ঘটনায় বন প্রহরী আবদুল মান্নান বাদী হয়ে মিনহাজ, সরোয়ার আলম, করিম ও মাহফুজুর রহমানের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। বন খেকোদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধলংগদুতে দেনাদারের ছুরিকাঘাতে মা-ছেলে আহত
পরবর্তী নিবন্ধরাউজানে মন্দিরে চুরি