বন্যা সমস্যা দূর করতে ‘স্পঞ্জ সিটি’

| রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

ইউ কংজিয়ান চীনের সবচেয়ে খ্যাতনামা নগর পরিকল্পনাবিদদের একজন। পিকিং বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার অ্যান্ড ল্যান্ডস্কেপ কলেজের তিনি ডিন। তিনি হচ্ছেন ‘স্পঞ্জ সিটি’ ধারণার জনক। এই ধারণাকে প্রয়োগ করেই চীনের বহু শহরের বুক চিরে বয়ে যাওয়া নদীতে বন্যা নিয়ন্ত্রণ করা হচ্ছে। বন্যার অতিরিক্ত জল শহরগুলোতে নানা উপায়ে ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে। তিনি মনে করেন, বিশ্বের অন্যান্য শহরেও এই ‘স্পঞ্জ সিটি’ গড়ে তোলা সম্ভব। যদিও প্রবল বন্যার সময় এই পরিকল্পনা কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে সংশয়।-বিবিসি বাংলা

পূর্ববর্তী নিবন্ধমনিপুরে হামলায় কর্নেল স্ত্রী-সন্তানসহ নিহত ৭
পরবর্তী নিবন্ধধরিত্রী বাঁচাতে নতুন খসড়া চুক্তি প্রকাশ