বন্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

নাগরিক ঐক্য চট্টগ্রামের সভা

| শনিবার , ২৪ আগস্ট, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

নাগরিক ঐক্য চট্টগ্রামের সভা গতকাল শুক্রবার সংগঠনের আন্দরকিল্লা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী নুরুল আফছার মজুমদার স্বপন। এ সময় চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব রফিকুল আলমসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হলে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। সভায় জানানো হয়, নাগরিক ঐক্য ইতিমধ্যে ফেনীতে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে। আগামীকাল রোববার ফটিকছড়ি ও খাগড়াছড়ি এলাকায় ত্রাণ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বক্তারা বন্যা নিয়ে আন্তঃদেশীয় রাজনীতি পরিহার করারও আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বানভাসিদের পাশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন