বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন ইউইনিভার্সটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রামের বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীর। দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ইউনিভার্সিটির শিক্ষক এবং বি.বিটেক সায়েন্স ক্লাব ও বি.বি.টেক ডিবেট ক্লাবের মেম্বারদের সহায়তায় এ পর্যন্ত কয়েক ধাপে ফেনী, ফটিকছড়ি, মীরসরাইয়ের দুর্গম এলাকার শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার, কাপড়, প্রয়োজনীয় ওষুধপত্র, বাচ্চাদের খাবার, স্যানিটারি ন্যাপকিনসহ যাবতীয় অতি প্রয়োজনীয় জিনিসগুলো বন্যার্তদের মাঝে পৌঁছে দেয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। সবাইকে বলব সবার সাধ্যমতো দেশের এই সংকটময় মুহুর্তে এগিয়ে আসতে। এ সময় বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফাত্তাহিন খান ফরহাদ বলেন, আমাদের কেউ টাকা দিয়ে সাহায্য করছে, কেউ কাপড় দিয়ে, আবার কেউ শুকনো রুটি বানিয়ে দিয়ে সাহায্য করছে, ভার্সিটির সবার এই আন্তরিকতা যেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মনিরুল ইসলাম বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের সহযোগিতায় তাদের পাশে থাকার চেষ্টা করছি।