বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান

মোঃ আবু ছালেহ্‌ | সোমবার , ২৬ আগস্ট, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বন্যায় ভাসছে বাংলাদেশের এগারোটি জেলা। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে বন্যাদুর্গত মানুষের হাহাকার। অসংখ্য গৃহহীন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। এমন পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান। কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বন্যার ভয়াবহতা দেখা যাচ্ছে। ইন্টারনেট সংযোগ দূরে থাক, বন্যাদুর্গত এলাকার মানুষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করাও অনেকটা অসম্ভব এখন। কারণ, অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালীসহ দেশের আরও অনেক এলাকা বন্যার ভয়াল ছোবলে আক্রান্ত। কঠিন এই সময়ে আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা করা উচিত। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য।

বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী ও সংগঠন কাজ করছেন। কেউ ত্রাণ দিয়ে, কেউবা আর্থিক অনুদান পাঠাচ্ছেন অসহায় মানুষের জন্য। হটলাইন নম্বরও চালু হয়েছে বন্যাদুর্গতদের জন্য। আমরা সবাই একতাবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করব, সবাইকে নিরাপদ ও ভালো রাখব। সবাইকে নিজ নিজ অবস্থান হতে এগিয়ে আসার আহ্‌বান জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধভাঙবে দুখের বাঁধ
পরবর্তী নিবন্ধবন্ধু হয়ে থাকার চেয়ে অসময়ে বন্ধু হয়ে ওঠাই বড় বিষয়